ভারতের তামিলনাডুর রাজ্যর ৭০ বছর বয়সী মালাইসামি নামের এক বৃদ্ধ দেশটির ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে বিয়ে করতে চান। সিন্ধুকে বিয়ে করতে জেলাশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন মালাইসামি। শুধু আবেদন জানিয়েই ক্ষান্ত হননি। অপহরণের হুমকিও দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তামিলনাড়ুর রঙ্গনাথপুরম জেলার বাসিন্দা মালাইসামি। তার ইচ্ছে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকেই বিয়ে করবেন। রঙ্গনাথপুরমের জেলাশাসকের কাছে এসেই পি ভি সিন্ধুকে বিয়ে করার দাবিতে একটি আবেদনপত্র দাখিল করেন তিনি। মালয়সামি জেলাশাসকের কাছে এসেছিলেন নিজের এবং সিন্ধুর একটি ছবি নিয়ে। জেলাশাসককে জমা দেওয়া আবেদনপত্রে তিনি লেখেন, সিন্ধুর ক্যারিয়ার গ্রাফ তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। এই তারকাকে তার ভালো লেগেছে। তাকেই জীবনসঙ্গী করতে চান। আবেদনপত্র তিনি জানান, ‘আমি এখনও ১৬ বছরের কিশোরের মতোই। আমার জন্ম ২০০৪ সালের মার্চ মাসে।’ সিন্ধুর সঙ্গে যদি তার বিয়ের ব্যবস্থা না করা হয়, তাহলে তিনি অপহরণ করে তাকে বিয়ে করবেন বলে হুমকিও দিয়েছেন ৭০ বছরের মালয়সামি। যদিও, তার এই হুমকিকে গুরুতর বলে মনে করছে না প্রশাসন।