থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তা-ও লড়াই করে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি মারিয়া-আঁখিদের দল। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে। হারের ব্যবধান বিশাল, ৯-০। টানা দুই হারে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশাও শেষ। থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে ম্যাচের ৭০ সেকেন্ডে শুরু হয় জাপানের মেয়েদের গোল-উৎসব। এরপর ৬, ১৭, ২৩ ও ৪৩ মিনিটে চারবার লক্ষ্যভেদ করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা জাপানের গোলের খিদে মেটেনি বিরতির পরও। দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশ মাঝে-মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও জাপানের ডিফেন্সকে দুশ্চিন্তায় ফেলতে পারেনি। আগামী শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।