রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় যুবলীগ নেতা নিয়ন্ত্রিত ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র ক্যাসিনোত অভিযান চালাচ্ছে এলিট ফোর্স র্যাব। সেখান থেকে ১৪২জন আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু করে র্যাব-৩।
অবৈধভাবে চালানো এই ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া।
সারওয়ার আলম জানান, বিকেল ৫টা থেকে ‘ইয়াং ম্যান্স ক্লাব’ নামের ক্যাসিনোতে অভিযান চলছে। এখন পর্যন্ত ১৪২জন আটক ও বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।বর্তমানে ইয়াং ম্যান্স ক্লাবটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।