‘গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সচেতন ও সংবেদনশীল করার লক্ষ্যে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নলতা মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল কার্যালয় ও কালিগঞ্জ থানার তত্ত্বাবধানে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘কিশোর কিশোরীদের আত্মহত্যা বন্ধে পরিবারের ভূমিকাই মূখ্য’ বিষয়ের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ বিতার্কিক এবং এর বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে উজ্জীবনী ইনস্টিটিউট এর ৩ বিতার্কিক। বিচারমন্ডলীর রায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক মনোনীত হয়েছে বিজয়ী দলের নেতা ফাতিমা-তুজ-জোহরা। মডারেটরের দায়িত্ব পালন করেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হুসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম, উজ্জীবনী ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সহকারী শিক্ষক মাহমুদুন্নবী প্রমুখ। পরবর্তীতে অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বই এবং শ্রেষ্ঠ বক্তাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর পুরস্কার প্রদান করেন। এছাড়াও উজ্জীবনী ইনস্টিটিউট এর বিতার্কিক দলের নেতা আয়েশা মেহজাবীনকে সম্মাননা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি দেলোয়ার হুসেন।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হবে।