মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধ করে মুলাদী উপজেলাকে শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করায় তাকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। গত ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল রেঞ্জের ডিআইডি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) মুলাদী থানার ওসি জিয়াউল আহসানের হাতে সম্মাণনা ক্রেস্ট তুলে দেন। এ সময় বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএমসহ ৬টি জেলার পুলিশ সুপারবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।