মুলাদী উপজেলা বিআরডিবি অফিসের হিসাব রক্ষক মামুনের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত অফিস না করা, সমিতির সদস্যদের সাথে খারাপ আচরণ, সমিতি ভিজিট না করা, নারী কলিগের সাথে আপত্তিকর কথাবার্তা, সহকর্মীদের লাঞ্ছিত করা, অফিসে নেশাখোর ও আড্ডাবাজদের নিয়ে সময় কাটানোসহ নানান অভিযোগ উঠেছে। এনিয়ে বিআরডিবি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ সদস্যদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হিসাব রক্ষক মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা বিআরডিবি অফিসের কর্মকর্তারা। মুলাদী বিআরডিবি অফিসের এক কর্মচারী জানান হিসাব হিসাব রক্ষক মামুন কখনোই যথাসময়ে অফিসে উপস্থিত হন না এবং অফিসে আসার পর থেকে বেশির ভাগ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। ওই সময় কোনো সদস্য কিংবা অফিসের কেউ তার কাছে গেলে তাদের সাথে খারাপ আচরণ করেন মামুন। কিছুদিন আগে মোবাইল ফোনে কথা বলার সময় মামুনের কক্ষে যাওয়ায় উপজেলার পুর্ব তয়কা ও পৈক্ষা বিআরডিবি সমিতির ম্যানেজার রহিম ও ইউসিসিএ মুলাদী এর পরিচালাক অলিল সরদারের সাথে খারাপ আচরণ করেন। বিআরডিবির মহিলা সদস্যদের নিয়ে কোনো সভা কিংবা প্রশিক্ষণ হলে মামুন নারীদের সাথে আজে-বাজে আচরণ করে বলে অভিযোগ রয়েছে। বিয়ষটি নিয়ে কিছুদিন আগে বিআরডিবি কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালে রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে মুলাদী বিআরডিবি অফিসের হিসাবরক্ষক মামুন হোসেন অভিযোগ অস্বীকার করে জানান আমি যথা নিয়মে অফিস করে আসছি। একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান দুপুরের পরে বিআরডিবি অফিসে কেউ না থাকার বিষয়ে ইতোপূর্বে চিঠির মাধ্যমে সতর্ক করা হয়েছে।