মুলাদীতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা মাদরাসার হাটে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংকের ডামুঢ্য শাখা প্রধান সিনিয়র প্রিন্সিপ্যাল কর্মকর্তা হোছাইন মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংকের বরিশাল জোনের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান। এ সময় বক্তব্য রাখেন সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী আবু মুছা হিমু মুন্সী, হাজ্বী সৈয়দ বদরুল হোসেন কলেজের অধ্যক্ষ আসম শাহাদাৎ হোসেন, লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, হাজ্বী মোঃ আবুল কাসেম চাকলাদার, দক্ষিণ বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন, বড়কালী নগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আঃ রশিদ, সফিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান সবুর মুন্সী, ভেদুরিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক, বিশিষ্ট শিল্পপতি মাওঃ এমাদাদুল হক, চরকালেখান ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মজিবুর রহমান মুন্সী প্রমুখ।