কুড়িগ্রামের রাজিবপুর সীমান্ত থেকে বালিয়ামারী বিজিবি ৯৪৩ পিচ ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে। বালিয়ামারী বিজিবি কমান্ডার আরিফুর রহমান জানান,গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৩টায় বালিয়ামারী খেয়াঘাট এলাকা থেকে হাসিনা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৪০) কে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে মহিলা আনসার সদস্যদের দিয়ে দেহ তল্লাসী করে তাদের নিকট থেকে ৯৪৩ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়।তাদের বাড়ি রাজিবপুর সদর ইউনিয়নের চর রাজিবপুর মাঠ পাড়া গ্রামে। হাসিনা ও নাছিমা জানান মালগুলো রৌমারী উপজেলার আলগার চর গ্রামের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের। বিজিবি পরে আসামীদ্বয়কে রাজিবপুর থানা পুলিশে সোর্পদ্য করেছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।