কুড়িগ্রামের রাজিবপুর ও ভারতের ওয়েষ্ট গাড়োহীল সীমান্তের বালিয়ামারী ও কালাইয়ের চর বর্ডার হাট প্রাঙ্গনে বাংলাদেশ-ভারত যৌথ বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ঘটিকায় যৌথ বর্ডার ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক সুলতানা পারভীন ও ভারতের তুরা জেলার ডিসি রাম কুমার। বক্তব্য রাখেন বালিয়ামারী-কালাইয়ের চর বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: জিলুফা সুলতানা এবং ভারেতের এডিএম লালু প্রসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মেহেদী হাসান,রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপঙ্কর রায়, বিজিপি ৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্নেল এসএম আজাদ সহ দু’দেশের বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভায় আগামি মাস থেকে বর্ডার হাট সপ্তাহে ১ দিনের পরিবর্তে ২ দিন (সোম ও বুধবার) বসবে। এতে দু’দেশের (৭০+৬৯)১৩৯টি পণ্য বিকিকিনি করা হবে।বর্ডার হাটের সার্বিক সমস্যার উন্নতি সহ দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাব যাতে বজায় থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।