আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার আদালত প্রাঙ্গনে এ কাজের উদ্বোধন করেছেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন, আমতলী বার সহ-সভাপতি এ্যাড, এম এ কাদের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ জসিম উদ্দিন, এ্যাড, আবুল কাশেম মিয়া, এ্যাড, হরিহর এবং এ্যাড. মিজানুর রহমান প্রমুখ। আদালতে আসা উপকারভোগীদের সুবিধার্থে আমতলী পৌরসভার অর্থায়নে এ বিশ্রামাগার নির্মাণ করা হবে।