আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের উদ্যোগে থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের সাথে পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকদের আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ঘোড়াঘাট থানায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কার্ত্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনাা সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও শাস্তিপূর্ন ভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম। ওসি আমিরুল ইসলাম জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে পৌরসভা ও উপজেলায় ৩৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পৌরসভায় ১১টি ও উপজেলায় ২৩টি পূজা মন্ডপে শ্রদীয় উৎসব অনুষ্ঠিত হবে। আইনশূংখলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যরা প্রতিটি পূজা মন্ডপে নিয়োজিত থাকবে। সভায় পৌরসভাসহ উপজেলার সকল পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।