নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে বুধবার দুপুর ১২টার দিকে হামলা চালিয়ে জগন্নাথ দেবের প্রতিমা ভাংচুর করে। আতঙ্কে সম্প্রদায়ের লোকজন।
এ সময় সময় কর্তব্যরত পুলিশ ও মন্দিরে উপস্থিত পূজারীরা হামলাকারী সন্ত্রাসীকে আটক করে। আটককৃত সন্ত্রাসী বিল্লাল হোসেন (২৬) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের আইয়ুব খানের ছেলে। ওই সময় মন্দিরে বিশ্বকর্মা পূজা চলছিল। ঘটনার প্রতিবাদে উত্তেজিত পূজারীরা বসুরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আন্দোলনের কর্মসূচি ঘোষণা
করলে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। ঘটনার পর পরই কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রশাসন দোষীদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, মন্দিরে কর্তব্যরত পুলিশ হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন আটককৃত বিল্লাল হোসেন কোন জঙ্গী সংগঠনের সাথে জড়িত আছে কিনা তাহা খতিয়ে দেখতে হবে। তবে তদন্ত স্বাপেক্ষে ঘটনার আসল রহস্য উদঘাটন করা হবে এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বসুরহাট জগন্নাথ মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক অরবিন্দ ভৌমিক বলেন, আজ বিশ্বকর্মা পূজা চলার সময় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সাম্প্রদায়িক গোষ্ঠী ষড়যন্ত্র করে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে। আমরা এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করি। পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ বিচারের আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করি।