অবশেষে ছদ্মবেশ ধারণ করে আলোচিত অসহায় হেলেনা বেগমের চাচা প্রতারক তারা মিয়াকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। রংপুরের নীলকণ্ঠ নামক স্থান থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার গ্রেফতার তারা মিয়াকে রংপুর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। তারা মিয়া পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করা উপজেলার মকরমপুর গ্রামের হেলেনা বেগম প্রতিবেশী চাচার খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে গত ২৬ আগস্ট হেলেনার বাড়িতে যান স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। সে সময় তারা হেলেনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিষয়টি গোটা উপজেলা জুড়ে আলোচিত হয়ে ওঠে। পরে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান অসুস্থ হেলেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হেলেনা বেগম সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, হেলেনা বেগম ২০১২ সালে ঢাকা ইডেন কলেজে ভর্তি হন। এ সময় পড়ালেখার পাশাপাশি চাকুরী করতেন উদরাময় গবেষণা কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পে। ২০১৪ সালে পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরেন হেলেনা বেগম। বাড়িতে থাকা দুই বোনকে বিয়েও দেন তিনি। ২০১৬ সালে স্নাতকোত্তর শেষে প্রতিবেশি চাচা তারা মিয়া তাকে জসিম নামের একজনের সাথে বিয়ের প্রস্তাব দেন। পরে চাচা তারা মিয়া পাত্র জসিমের চাকুরির জন্য আগাম যৌতুক হিসেবে তার রোজগার ও গ্রামের বিভিন্ন এনজিও থেকে উত্তোলন করা ঋণের ৮ লাখ টাকা হাতিয়ে নেন। ওই প্রতারকদ্বয় বিয়ের নামে তালবাহানা করে হেলেনা বেগমকে কয়েক বার হত্যার চেষ্টা চালায়। এতে করে হেলেনা বেগম মানষিক ভাবে বিপর্যস্থসহ রোগে-শোকে কাতর হয়ে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন।
পরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে হেলেনা বেগমকে গ্রামের বাড়িতে নিয়ে এসে ১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর অর্থ সংকটে গ্রামের বাড়িতে ফিরে আসেন হেলেনা বেগম। বর্তমানে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হেলেনার চিকিৎসা চলছে।
এদিকে বিষয়টি আলোচিত হওয়ার পর পীরগাছা থানায় মামলা দায়েরের দীর্ঘদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা গামছা-লুঙ্গি পড়ে ছদ্মবেশ ধারণ করে প্রতারক তারা মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পীরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল করিম বলেন, প্রতারক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।