ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে বাম ছাত্র সংগঠনগুলোর ডিন অফিস ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের বাধায় এঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা প্রক্টরের অফিসের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ডিন অফিস ঘেরাও করে ছাত্র সংগঠনগুলো।
দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ এই ব্যানারে ৩ দাবি নিয়ে দুপুর একটায় অর্ধশতাধিক শিক্ষার্থী ডিন অফিস ঘেরাও করতে যায়। তার কিছুক্ষণ আগে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে স্থিতিশীল অবস্থা বিরাজের দাবি নিয়ে স্মারকলিপি দিতে যায় ডিনের কাছে। পরে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের অনুসারী বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
আহত শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি ভাষাতত্ত্ব বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। বাঁ চোখে আঘাত লাগার পর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর বলেন, পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগসহ ছাত্রদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে শূন্য পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেয়া; ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ; ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ।