ঝিনাইদহের কালীগঞ্জ বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘটিত শহরের থানা রোডে ধাওয়া পাল্টা ধাওয়া, বোমাবাজী, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, ইটপাটকেল নিক্ষেপ প্রভৃতি ঘটনার পরিস্থিতি সামাল দিতে পুলিশের ফাঁকা গুলি বর্ষনের মধ্য দিয়ে দেশের বৃহত্তম দলটির মধ্যে প্রকাশ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। এক পক্ষের শীর্ষ নেতৃত্বে রয়েছে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ক্লিন ইমেজ হিসেবে পরিচিত সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, সাবেক ছাত্রদল সভাপতি দলের সাংগঠনিক কারিগর হামিদুল ইসলাম হামিদ সহ তাদের অনুসারীরা। পক্ষান্তরে অন্য পক্ষ্যের নেতৃত্বে রয়েছেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ ও থানা বিএনপির সাধারন সম্পাদক আয়নাল হাসান সহ তাদের সীমিত সংখ্যক অনুযায়ী। বতমানে যে অবস্থা তাতে করে যে কোন সময় আবার ও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
গত ১০ সেপ্টেম্বর এই গ্রুপের দু’গ্রুপের মারামারি ও বোমাবাজীর ঘটনায় স্থানীয় থানা পুলিশ আইনশৃংঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ নিজেরাই বাদী হয়ে কালীগঞ্জস্থ বিএনপির ৩০ নেতা কর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে একটি মামলা করেছে। এই মামলার বাদী থানার এস আই দেলোয়ার হোসেন। এ ঘটনার পর থেকে সাইফুল ইসলাম ফিরোজ, আয়নাল হাসান সহ তাদের অনুসারীরা রাজনিতির মাঠ ছাড়া হয়ে যে যার মত গাঁ ঢাকা দিলেও দলের এই ক্রান্তিলগ্নে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমšী¿ কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ঘুমিয়ে পড়া দলকে চাঙ্গা করতে সরব হয়েছেন সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, হামিদুল ইসলাম (হামিদ), পৌরশাখার সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান জেলা বিএনপির সদস্য হারুন মোল্যা, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিনিয়র সংগঠক আনোয়ারুল ইসলাম যুবনেতা মাহবুবর রহমান (মিলন) সহ তাদের অনুসারীরা।
এখনো কালীগঞ্জ বিএনপির ৮০ শতাংশ কর্মী সমর্থক সাবেক এমপি বেল্টু অনুসারী। বিএনপির গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অনেক নবীন প্রবীনদের অভিমত তৃর্ণমূলে দলের গঠনতন্ত্র অনুসরণ করে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী প্রকৃত কর্মীদের কমিটি করতে পারে বেল্টু-হামিদ গং। এক্ষেত্রে প্রতিপক্ষ গ্রুপ অনেক পিছিয়ে রয়েছে। কেননা এই গ্রুপটির নেতা কর্মীরা একটি পরিবার তন্ত্রের বেড়াজালে আটকে গেছে। কালীগঞ্জ থানা বিএনপির সকল অঙ্গ সংগঠন দু,ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সাধারন মানুষ ও প্রশাসনের ধারনা আয়নাল ও ফিরোজ গ্রুপের পক্ষীয়রা বর্তমানে গা ঢাকা দিয়েছে। তারা পুনরায় কালীগঞ্জ এলাকায় ফিরে আসলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এদিকে কালীগঞ্জ পুলিশ বলেছে কে বা থানার থানার পার্শ্বে প্রকাশ্যে দিবালোকে বোমাবাজী করেছে আগ্নেয়াস্ত্র এবং রাম দা প্রদর্শন করেছে পুলিশ তাদের ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছে। আইনশৃংঙ্খলা রক্ষার প্রয়োজনে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বোমাবাজদের যে কোন সময় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।