খুলনার পাইকগাছায় সান সাইড ভেঙ্গে মাদ্রাসায় পড়-য়া এক চতুর্থ শ্রেণী ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশু ইলিয়াস হোসেন (৯) উপজেলার হিতামপুর গ্রামের অহিদুল শেখের ছেলে ও রাড়-লী দাখিল মাদ্রাসার ছাত্র। বাক ও শারিরীক প্রতিবন্ধি পিতামাতা ইলিয়াস মঙ্গলবার সন্ধ্যায় তিন বন্ধু এক সাথে দৌঁড়া দৌঁড়ি খেলছিল। নিহতের চাচা তার আকছেদুল শেখের অপসারন চলমান ঘরের ভাঙ্গা সান সাইডের উপর ওঠে এক বন্ধু ও নীচে ছিল ইলিয়াস। হঠাৎ সান সাইড তার মাথার উপর ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতেই লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।