ফেলোশীপ ফর ডিসআ্যাডভানটিজড পিপলস (এফ ডি পি) এর উদ্যোগে রাজবাড়ীতে ২দিনব্যাপী (১৮-১৯ সেপ্টেম্বর) ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণ ২০১৯ শুরু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরের ফেলোশীপ ফর ডিসআ্যাডভানটিজড পিপলস (এফ ডি পি) কার্যালয় সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মী প্রশিক্ষণের উদ্বোধন করেন,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান।
ফেলোশীপ ফর ডিসআ্যাডভানটিজড পিপলস (এফ ডি পি) এর নির্বাহী পরিচালক পুস্প মারিয়া ঘরামী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম,জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,জেলা স্যানেটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রমাণিক।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেলোশীপ ফর ডিসআ্যাডভানটিজড পিপলস (এফ ডি পি) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মানিক কুমার ঘোষ,অফিস স্টাফ আলমগীর হোসেন,দিলীপ শীল,বেবি সরকার।
বক্তরা বলেন,ডেঙ্গু,সাপে কাটা,ডায়রিয়া,বন্যাকালীন স্বাস্থ্যবিধি,জরায়ুর মুখ ক্যান্সার,বেষ্ট ক্যান্সার,টিটিনাস টিকা সহ যে কোন রোগে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।বর্তমান সময়ে ডেঙ্গু রোগ একটি আলোচিত বিষয়। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ¦র যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।এই মশাবাহিত রোগ প্রতিরোধে অবশ্যই ঘরে এবং আশপাশে যে কোন পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে।ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।প্রশিক্ষণে যে সকল কর্মীরা অংশ নিয়েছেন আপনারা জনগনের মধ্যে এই সকল বার্তা পৌছে সবাই কে সচেতন করবেন।জনগনকে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় তথ্য জানাতে ফেলোশীপ ফর ডিসআ্যাডভানটিজড পিপলস (এফ ডি পি) এর কর্মীরা তৃণমূলে কাজ করে যাচ্ছেন।
২দিনব্যাপী এই ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কর্মী প্রশিক্ষণে ৩৭ জন মাঠকর্মী অংশ নিয়েছেন।