দিনাজপুরের বীরগঞ্জ থানার এস.আই এরশাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ কাজল গ্রামের মোঃ আবদুল আজিজের ছেলে রিফাত ইসলাম (১৪) নামে এক কিশোর প্রকৃতির ডাকে রাস্তার ধারে বসলে তাকে বিষাক্ত সাপ কামড় দিলে তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাকিলা পারভিন মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রিফাত ইসলামের মৃত্যুর বিষয়ে আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন।