নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সকালে কিডনি বিভাগ, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও ডায়ালাইসিস ইউনিটের যৌথ আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ খলিল উল্ল্যাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এর কিডনি বিভাগের প্রধান ও জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন। গত এক বছরে এই কিডনি ডায়ালাইসিস থেকে ৭৮২৭ বার ডায়ালাইসিস হয়েছে।