বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া-ছয়গ্রাম সড়কে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। কর্মসূচীর উদ্বোধণ করেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউপি সদস্য মিজানুর রহমান ও হাসান আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।