খুলনার কয়রা উপজেলায় নিখোঁজের চার দিন পর জোহুরা খাতুন (৪০) নামের এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের হেতালবুনিয়া খালের পাশে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে মহারাজপুর গ্রামের রহিম গাজীর মেয়ে। পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, ওই নারী গত শনিবার থেকে নিখোঁজ ছিল। দুটি সন্তান সহ সে তার বাবার বাড়িতে বসবাস করতো। বছর দুয়েক আগে স্বামী ছেড়ে যাওয়ার পর ওই নারী স্থানীয় ফুলতলা বাজারে মাছ বিক্রি করে সংসার চালাতো। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কয়রা থানা পুলিশ উপজেলার হেতালবুনিয়া খালের পাশের ধান ক্ষেত থেকে তার গলিত লাশ উদ্ধার করে। কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কেউ হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশ্য ধান ক্ষেতে ফেলে রাখে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।