গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট মধ্যপাড়া গ্রামের মোতাহার হোসেনের ডেইরী ফার্ম থেকে গত রোববার রাতে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুর মধ্যে বেশীরভাগই বিদেশি জাতের গাভী।
জানাযায়, মোতাহার হোসেন বিদেশে চাকুরি করতেন। দেশে এসে নিজ পুঁজি দিয়ে গত ৭/৮ মাস আগে ৫ টি গরু কিনে বাড়ির পাশেই ডেইরী ফার্ম প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে ২টি বিদেশি জাতের গাভী দুধ দিতে শুরু করে। গত রোববার রাতে ফার্মের সকল গরু চুরি হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। কয়েকদিন আগে একই ইউনিয়নের ঘিঘাট গ্রাম থেকে ৮ কৃষকের গরু চুরি হয়। এলাকায় গরু চুরি আতঙ্ক বিরাজ করছে।