ইন্দুরকানীতে গর্ভবতীদের প্রত্যয়ন পত্র প্রদানে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্তৃক নিয়ম বহির্ভূত ভাবে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের (স্যাকমো) দিলীপ কুমার ভক্ত গর্ভবর্তীদের প্রত্যয়ন দিয়ে জন প্রতি ২ শত টাকা করে নিয়েছেন। তবে এই প্রত্যয়ন প্রদানে কোন প্রকার টাকা নেয়ার নিয়ম নেই। তিনি দীর্ঘদিন ধরে এভাবে গর্ভবর্তীদের প্রত্যয়ন দিয়ে টাকা নিচ্ছেন। গর্ভবতী ভাতা পেতে হলে গর্ভবর্তী কার্ডের সাথে পরিবার কল্যাণ কেন্দ্র কর্তৃক দেয়া প্রমাণ সরূপ প্রত্যয়ন পত্র আবেদনের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা দিতে হয়। পরবর্তীতে জমাকৃত আবেদনগুলো যাচাই বাছাই শেষে নিয়মানুযায়ী প্রাপ্যদের মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এ ভাতার টাকা বিতরণ করা হয়। প্রতি মাসে ৮ শত টাকা করে তিন বছর পর্যন্ত এ ভাতার টাকা পাবেন। এবছরও ওই কর্মকর্তা শতাধিক গর্ভবতী নারীর কাছ থেকে প্রত্যয়ন দিয়ে দুই শত করে টাকা নিয়েছেন।
এব্যাপারে চন্ডিপুর গ্রামের রহিমা বেগম, জেসমিন আক্তার মানবকণ্ঠকে জানান, আমরা পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রত্যয়ন আনতে গেলে আমাদের কাছ থেকে দুইশত করে টাকা নিয়েছে। টাকা দিতে না চাইলে বলে টাকা না দিলে প্রত্যয়ন দেয়া যাবে না।
অভিযুক্ত (স্যাকমো) দিলীপ কুমার ভক্ত জানান, কাগজপত্র ছাপানোয় আমার খরচ হয়েছে। তাই বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, ইউপি সদস্য মোস্তফা কামাল হাওলাদার, মোঃ মিজানুর রহমান হাওলাদার সহ সকল ইউপি সদস্য আমাকে টাকা নিতে বলেছে এবং আমি জানি অন্যান্য ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র থেকে টাকা নিয়ে থাকে তাই আমি টাকা নিয়েছি।
ইউপি সদস্য মোস্তফা কামাল হাওলাদার ও মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, আমরা ওই কর্মকর্তাকে টাকা নিতে বলিনি। শুনেছি সে গর্ভবতী মহিলাদের কাছ থেকে টাকা নিয়েছে।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, গর্ভবতীদের প্রত্যয়ন দিয়ে টাকা নেয়ার বিষয়টি আমি জানি না। আমি কাউকে টাকা নিতে বলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ হোসেন জানান, প্রত্যয়ন দিয়ে টাকা নেয়ার কোন বিধান নেই। টাকা নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।