যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু-কিশোর সংগঠন ‘কৈশোর তারুণ্যে বই’ এর আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বইমেলা। মঙ্গলবার সকালে এ বই মেলার উদ্বোধন করেন যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা শিরিন সুলতানা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জুয়েল মৃধা ও যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান। বই মেলায় ৯টি প্রকাশনা সংস্থা স্টল দিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ বই মেলা।