দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সোমবার সংগঠনের সভাপতি আজিজুর রহমান তাকে এ কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানাতে পাঁচ দিনের সময় দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, যশোর জেলা শ্রমিক লীগের কার্যালয় হিসেবে দীর্ঘদিন শহরের মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের একটি রুম ভাড়া দিয়ে ব্যবহার করা হতো। কিন্তু সম্প্রতি সেই রুমটি অন্যত্র ভাড়া দিয়ে দেয়া হয়েছে। এজন্য মালিক পক্ষের কাছে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে একটি নোটিশ দেয়া হয়। সেই নোটিশের পর শ্রমিক লীগের আগের কমিটির সভাপতি কাজী আবদুস সবুর হেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে মোমিননগর সমবায় ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দিয়ে আলোচনার জন্য ডাকে। কিন্তু নির্ধারিত দিন নাসির উদ্দিন হাজির হননি। তার আগেই নাসির উদ্দিন একক সিদ্ধান্তে মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের কাছে রুম বুঝে দেয়ার পাশাপাশি জামানতের টাকা তুলে নেন। একই সাথে কার্যালয়ে থাকা স্টিলের আলমারি, ফ্যান, টেবিলসহ বিভিন্ন দলীয় সম্পদ ব্যক্তিগতভাবে নিয়ে যান। এছাড়া, জেলা নির্মাণ শ্রমিক লীগের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজনের বিরোধীতা করে সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মিঠুকে ফোন করে হুমকি দেন নাসির উদ্দিন। সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এমন দলীয় স্বার্থ বিরোধী কর্মকা-ে জড়িত থাকায় তাকে এই শোকজ নোটিশ দেয়া হয়েছে।