প্রকাশিত সংবাদের জেরধরে হয়রানীর উদ্দেশ্যে জেলার উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক জহির খানের বিরুদ্ধে নাটকীয়ভাবে থানায় সাধারণ ডায়েরী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন গৌরনদীর কর্মরত সাংবাদিক সমাজ।
মঙ্গলবার বিকেলে পৃথক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দরা অনতিবিলম্বে সাংবাদিক জহির খানের বিরুদ্ধে থানায় দায়ের করা জিডি প্রত্যাহারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন-পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির প্রথম আলো, মোঃ আসাদুজ্জামান রিপন যুগান্তর, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ইত্তেফাক, সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া মাই টিভি, সহসভাপতি খোকন আহম্মেদ হীরা জনকণ্ঠ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব), সহসম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস খবরপত্র, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু (সংবাদ), দপ্তর সম্পাদক এইচএম মাকসুদ আলী সুমন (নয়াদিগন্ত), এইচএম মহসিন (সংবাদ প্রতিদিন), সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ ভোরের পাতা। অপর বিবৃতিতে গৌরনদী টিভি ও ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ (আমাদের নতুন সময়/চ্যানেল এস), সহ-সভাপতি আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ), সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হোসেন একাত্তর টিভি, সহ-সম্পাদক আরিফিন রিয়াদ সাহসী বার্তা, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান জয়যাত্রা, প্রচার সম্পাদক এমআর মহসিন ক্যামেরা পার্সন একাত্তর টিভি, দপ্তর সম্পাদক সৌরভ হোসেন এবং বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিন, অনলাইন দৈনিক মাইনরিটি ডট কমের বার্তা প্রধান প্রেমানন্দ ঘরামী অনতিবিলম্বে সাংবাদিক জহির খানের বিরুদ্ধে থানায় দায়ের করা জিডি প্রত্যাহারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।