রংপুর মহানগরীতে 'শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ' শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে ইসলামি ব্যাংক বাংলাদেশ ব্যাংক রংপুর শাখা।
নগরীর দেওডোবা ও বাওয়াইপাড়ায় দুটি পৃথক স্থানে গতকাল এই কর্মসূচি শুরু করে ব্যাংকটির আরডিএস প্রকল্প। কর্মসূচির দেওডোবায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রোিসডেন্ট ও রংপুর শাখার শাখা প্রধান মোঃ রেজাউল ইসলাম এবং বাওয়াইপাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাছিমা আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ মাহবুবর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা ও রংপুর শাখার বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর শাখার আরডিএস প্রকল্প কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর শাখা প্রধান বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে জীবন বাঁচায়, ফুল-ফল ও অর্থ দেয়। তিনি ব্যাংক প্রদত্বএকটি করে ফলজ চারার পাশা পাশি আরো দুটি করে গাছ লাগানোর জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি
পল্লী উন্নয়ন প্রকল্পের উপস্থিত সকল গ্রাহহকদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন।