আশাশুনি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি দ্বি-বার্ষিক নির্বাচনে ৩টি পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা প্রদান করা হয়।
নির্বাচনের তফশীল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন পত্র জমার দিন ধার্য ছিল। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্ণিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রেসক্লাব কার্যালয়ে বসে মনোনয়নপত্র গ্রহন করেন। সভাপতি পদে এস এম আহসান হাবিব, জি এম আল-ফারুক ও গোপাল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও বোরহান উদ্দিন বুলু এবং সাংগঠনিক সম্পাদক পদে এস কে হাসান, বাহবুল হাসনাইন ও আকাশ হোসেন নমিনেশন পত্র জমা দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর মনোয়নপত্র যাচাই বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।