আশাশুনি উপজেলার কুল্যায় ফেয়ার প্রাইজ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বাহাদুরপুর কাউন্সিল মোড়ে চাউল বিতরণ উদ্বোধন করা হয়।
সরকার অসহায় ও হত দরিদ্র জনগোষ্ঠির কাছে স্বল্প মূল্যে মাত্র ১০ টাকা কেজি দরে চাউল বিতরণে দেশব্যাপী সাড়াজাগান কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রত্যেক পরিবারকে মাত্র ৩০০ টাকায় ৩০ কেজি করে চাউল প্রদান করা হচ্ছে। এরই আওতায় কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর ওয়ার্ডের ৯৭৬ জনকে ৩০ কেজি করে চাউল প্রদানের জন্য চাউল বিতরণ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আবদুল বাছেত আল হারুন চৌধুরী। এ সময় ট্যাগ কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু, প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজ সেবক সরদার শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।