আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ জাকির হোসেন ফেয়ার প্রাইজ এর এ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন করার লক্ষ্যে ফেয়ার প্রাইজ ১০ টাকা কেজির চাউল বিতরনের শুভ উদ্বোধন কালে চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্রদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন জনবান্ধব মূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এমনই আরেকটি কার্যক্রম ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ। এ সময় প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াসাদ আল মামুন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কোহিনুর ইসলাম বাবু, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।