রংপুরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিপিএটিসি ও জেলা প্রশাসন রংপুরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। সেমিনারে বিপিএটিসি এর এমডিএস (প্রকল্প) সৈয়দ মিজানুর রহমান এনডিসি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচায্য, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। মূল প্রবন্ধ পাঠ করেন বিপিএটিসি এর এমডিএস ড. সানোয়ার জাহান ভুইয়া। সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ কে ধরে উন্নত বাংলাদেশ গড়তে সরকারের নির্বাহী প্রশাসনকে আরো বেশি দক্ষ ও উদ্ভাবনী শক্তি সঞ্চয়ের বিষয়ে গুরত্ব দেয়া হয়। সেই সাথে একটি উন্নত সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনে সকলকে ভুমিক্ষা রাখার আহবান জানানো হয়। বিভাগীয় পর্যায়ে এ সেমিনারে সরকারের সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এতে অংশ নেন।