সেনবাগে গ্রামীন দরিদ্র শিক্ষিত, বেকারদের দেশী প্রজাতির মোরগ-মুরগী পালনে খামার ব্যবস্থাপনা ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেছেন-সেনবাগ উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরী। মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রসুল আহম্মেদ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউ.জি.ডি.বি.পি’র আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর আর্থিক সহায়তায় ওই প্রশিক্ষন কর্মশালাটি বাস্তাবায়িত হচ্ছে।এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।