নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৬ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে সেনবাগ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।এসময় নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ও সেনবাগ থানার বিপুল সংক্ষক পুলিশ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অস্বাস্থ্যকর পরিবেশে মানব দেহের জন্য ক্ষতিকর ভেজাল পন্য দিয়ে খাদ্য দ্রব্য তৈরী এবং পাটজাত ব্যাগ ব্যবহার না করে প্লেষ্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধে সেনবাগের সাহাপুরের থ্রী স্টার বেকারীর মালিকের ১ লাখ টাকা, সেনবাগ বনফুল এ- কোম্পানীর শো-রুমের মালিকের ৮ হাজার টাকা ,আবু তাহেরের মুদি দোকান ১৫শ টাকা,পলাশ ভৌমিক ৪হাজার টাকা, আবদুল হাকিমের মুদি দোকান ৩হাজার টাকাসহ ১লাখ ২৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।