যশোরের মনিরামপুরে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকেলে ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর বাড়ী যাচ্ছিলো। পথিমধ্যে রাস্তা থেকে ধরে নিয়ে উপজেলার খাটুরা-মধুপুর গ্রামের আবদুস সাত্তার খাঁ (৫৫) নামের এক ব্যক্তি ওই শিক্ষার্থীকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় এলাকার খলিলুর রহমান নামের এক ব্যক্তি শিক্ষার্থীর চিৎকারে এগিয়ে এলে লম্পট সাত্তার খাঁ পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে ওই শিক্ষার্থীর পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দিয়ে আসে।
শিক্ষার্থীর স্কুল শিক্ষক সাইদুল ইসলাম জানান, নিরুপয় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিচারের প্রার্থনা জানিয়ে একটি আবেদন করেছেন তারাচাঁদ নামের এক ব্যক্তি। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আজিজুর রহমান ঘটনার সত্যতা শিকার করে এ জখন্য ঘটনার বিচারের দাবী করেছেন। হুসাইন নজরুল নামের এক কলেজ শিক্ষক জানিয়েছেন, ধর্ষক ওই আবদুস সাত্তারের অতীত রেকর্ড খুবই খারাপ। ১ম স্ত্রীকে সে হত্যা করে শ্যালিকাকে বিয়ে করে ঘর-সংসার করছে। এলাকায় সে একটি মন্দ লোক হিসেবে পরিচিতি তার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, ঘটনাটা একটি বিলম্বে আমি জানতে পারি। তবে এ ঘটনার বিচার হতেই হবে। জানতে চাইলে মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর পিতা মাতাকে থানায় আনতে ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টরকে পাঠিয়েছি।