নোয়াখালীর জেলা শহর মাইজদী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান।
সাজা প্রাপ্তরা হলেন, নূর শেখ রহমান বিজয় (২৭), জহিরুল ইসলাম ফরহাদ (২৯), মনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন স্বপন (২৮), আবুল কাশেম (৪০) ও ইমরান হোসেন (২২)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এসময় দালাল মো: নূর শেখ রহমান বিজয় (২৭)কে তিন মাস, জহিরুল ইসলাম ফরহাদ (২৯)কে তিন মাস, মনোয়ার হোসেন (৩৭) কে ১৫দিন,কামাল উদ্দিন স্বপন (২৮) কে ২মাস, আবুল কাশেম (৪০) কে ২ মাস এবং ইমরান হোসেন (২২) কে ১৫দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন এর নেতৃত্বে সুধারাম মডেল থানা পুলিশ এবং নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমসহ অন্যান্য কর্মকর্তারা।