প্রায় সাত বছর ধরে কর্মরত থেকে ধারাবাহিকভাবে নানা অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। ঘুষ না দিলে কোন কাজও হয়না। আর অবৈধ চুক্তির নুন্যতম হেরফের হলেই হয়রানি করেন। আর সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নয়, নিজের পকেটের উন্নয়নই তার উদ্দেশ্য। ব্যক্তিটি রাজশাহীর বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন। যার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অভিযোগ হলেও অদৃশ্য ক্ষমতার জোরে পার পেয়ে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে সর্বশেষ গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জেলা প্রশাসক এবং এলজিইডি রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবর দুইজন ব্যক্তি পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ঠিকাদারের যোগসাজসে এলজিইডির বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন তার দপ্তরের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এই হরিলুট করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ৫৮ লাখ টাকার কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। প্রকল্পের কাজ না করেই সরকারি বরাদ্দকৃত টাকাগুলো লোপাট করছেন।
নজরুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগ মতে, গত অর্থবছরে বাগমারার কেশরহাট-ভবানীগঞ্জ, ভায়া আহসানগঞ্জ রাস্তার সংস্কারের জন্য প্রায় ৩৬ লাখ টাকা বরাদ্দ হয়। উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন এবং সাদেকুল ইসলামের যোগসাজসে কাজটি অত্যন্ত নি¤œমানের করে বাস্তবায়ন করেছেন ঠিকাদার হাফিজুর রহমান। কাজের সিডিউলের কোনো কিছু তোয়াক্কা না করে লোকদেখানো এই কাজে সরকারি অর্থ লোপাট করা হয়েছে। এতে পকেট ভরেছে উপজেলা প্রকৌশলীসহ তার দপ্তরের অন্য দুই উপ-সহকারী প্রকৌশলীর।
অপর অভিযোগে ওয়ারেশ আলী উল্লেখ করেছেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বাগমারায় যোগদানের পর ২০১৪ সালে ২২ লাখ টাকার তিনটি প্রকল্প তৈরি করেন। এরপর নিয়ম বহির্ভূতভাবে তার পছন্দের তিন ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ বন্টন করেন। একটি প্রতিষ্ঠানের অনুকূলে শ্রীপুর, বাসুপাড়া, কাচারি কোয়ালিপাড়া, শুভডাঙ্গা ও মাড়িয়া ইউনিয়নের জন্য ৬ লাখ ৯৯ হাজার ৭৯২ টাকা, আরেকটি প্রতিষ্ঠানের অনুকূলে গোবিন্দপুর, নরদাশ, দ্বীপপুর বড়বিহানালী ও আউচপাড়া ইউনিয়নের জন্য ৬ লাখ ৯৭ হাজার ৬০৩ টাকা এবং তৃতীয় প্রতিষ্ঠানের অনুকূলে গণিপুর, ঝিকড়া, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগিপাড়া ও সোনাডাঙ্গা ইউনিয়নের জন্য ৭ লাখ ৯৯ হাজার ১৩৭ টাকা বরাদ্দ দেখান।
অভিযোগে বলা হয়েছে, এই তিনটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রকল্পের কাজ বরাদ্দ দেখানো হলেও কোনো কাজ না করেই টাকা আত্মসাৎ করেন উপজেলা প্রকৌশলী। বাস্তবে এই ধরনের কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে তখনও রাজশাহীর আদালতে প্রকৌশলী সানোয়ার হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছিল। কিন্তু পরে মামলাটির কী হয়েছে সেটার কোনো খোঁজ নেই। সানোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। ফলে অনিয়ম আর দুর্নীতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঘুষ না দিলে ঠিকাদারদের কাজ দেন না প্রকৌশলী সানোয়ার হোসেন। দরপত্রে অংশগ্রহণ করে ঠিকাদাররা কাজ পেলেও তিনি ঘুষের টাকার জন্য কার্যাদেশ আটকে রাখেন। তার চাহিদামতো ঘুষ দিয়ে কাজ করতে গিয়ে ঠিকাদাররা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়েন। তাই স্থানীয় কোনো ঠিকাদারের সঙ্গেই তার ভাল সম্পর্ক নেই।
এর আগে পটুয়াখালির দশমিনা উপজেলায় ছিলেন সানোয়ার হোসেন। সেখানেও ঘুষের রামরাজত্ব কায়েম করেছিলেন তিনি। ঘুষ আদায়কে কেন্দ্র করে ঠিকাদারদের হাতে লাঞ্ছিতও হয়েছিলেন। শেষে তাকে শাস্তিমূলকভাবে বাগমারায় বদলি করা হয়। কিন্তু এখানেও সাত বছর ধরে চালিয়ে যাচ্ছেন নানা অনিয়ম।
ঘটনার বিষয়ে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বাইরে ছিলাম। অভিযোগের বিষয়টি জানি না। অভিযোগ হলে সেটা নিয়ে আমাদের সভায় আলোচনা করা হবে। অভিযোগগুলোর ধরণ দেখে অনুসন্ধানের অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হবে। সেখান থেকে অনুমতি পেলেই অনুসন্ধান করা হবে। এরপর সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থাও হবে।’
অভিযোগের বিষয়ে প্রকৌশলী সানোয়ার হোসেন সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে মুঠোফোনের মাধ্যমে প্রতিদিনের সংবাদকে বলেন, ‘অভিযোগকারীদের অন্যায় আবদার গ্রহণ না করায় ইতিপূর্বেও আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। কিন্তু তদন্তে তা মিথ্যা প্রমানিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের অনুসন্ধান বিভাগের উপপরিচালক রাম মোহন নাথ স্বাক্ষরিত সেই অভিযোগটির নিষ্পত্তি করেছেন। যার স্মারক নং ৩৭০৭৮/১(৭), তাং ৫/৯/২০১৬। কিন্তু পরবর্তিতে অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানীর মামলা না করায় আবারো অভিযোগ করেছেন।’
বিধিমোতাবেক প্রকল্পের কাজগুলো শতভাগ করা হয়েছে দাবি করে প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, ‘তদন্তে আমার আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে চাকরি ছেড়ে দিব।’
একই উপজেলায় দীর্ঘ সময় কীভাবে আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে সাড়ে পাঁচ বছর আছি। কীভাবে আছি কর্তৃপক্ষই সেটা ভালো বলতে পারবেন।’
আর এলজিইডি রাজশাহী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সানিউল হক বলেন, ‘একজন কর্মকর্তা এক দপ্তরে কত দিন থাকবেন সে ব্যাপারে আমাদের স্পষ্ট কোনো নীতিমালা নেই। তবে বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের বিরুদ্ধে আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।