ঝিনাইদহের কালীগঞ্জের দুলালমুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে এ অভিযানে ভেজাল সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে গোলাম মোস্তফা নামের এক প্রতারক ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদ- প্রদান করেছে এ আদালত। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি কর্মকর্তা (সম্প্রসারণ) হুমায়ুন কবির ও এসআই সমিরন বিশ্বাস। এর আগেও ব্যবসায়ী গোলাম মোস্তাফা একই অভিযোগে ধরা খেয়েছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানন, দীর্ঘদিন ধরে গোলাম মোস্তফা নামের ব্যবসায়ী অনুমতি ছাড়াই নি¤œমানের জিপসাম কিনে প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৩০৪ বস্তা জিপসাম, সুফলা জিংক ১৪ কার্টুন, আমেরিকা জিংক ১৪ কার্টুন, এক বস্তা বোরন ও চার বস্তা থাই জীপসাম জব্দ করা হয়। এর আগেও একই কর্মকান্ডের জন্য কারাবরণ করতে হয়েছিল প্রতারক এ ব্যবসায়ী গোলাম মোস্তফা। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষকদের ঠকিয়ে এভাবে নি¤œ মানের সার বাজারজাত করে আসছে বলে যোগ করেন ম্যাজিষ্ট্রেট।