মনিরামপুর উপজেলার হেলাঞ্চী কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে অভিযোগ হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয়ের অভিভাবক সদদ্য আব্বাস আলী ও আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয়ে ৭ জনের নামে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করে আদালতে এ অভিযোগ দায়ের করে। বিবাদী ৭ জন হলো বর্তমান এডহক কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিবাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি অশোক কুমার মল্লিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড যশোরের উপ-বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শক এবং চেয়ারম্যান।
মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে টানা ৪ বার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে সর্বাধিক অধিকার ভিত্তিতে ৬ মাসে ভিতর ম্যানেজিং কমিটি গঠনের কথা থাকলেও প্রধান শিক্ষক নির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন না করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের উপপরিদর্শক এবং চেয়ারম্যানের সাথে যোগসাজসে প্রতিবারই এডহক কমিটির সভাপতি ঘষোনা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে ৮ জানুয়ারি তৃতীয় বারের ন্যায় যখন এডহক কমিটি ঘোঘনা করা হয় তখন এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের উপপরিদর্শক এবং পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে তারা বলেন, এর পরের বার অর্থাৎ ৭ সেপ্টম্বর এই কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচন করে কমিটি দেয়া হবে। কিন্তু কোন কিছু না মেনেই ২০ সেপ্টম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড যশোরের উপ-বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে পুনরায় হাফিজুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বিদ্যালয়টি বালিকা বিদ্যালয় হলেও সেখানে ছেলেদেরও ভর্তি করাসহ নানা ধরনের অভিযোগ কথা উল্লেখ করে ২০ সেপ্টম্বর গঠিত ম্যানেজিং কমিটির কর্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আদালাতে অভিযোগ হয়েছে। প্রধান শিক্ষক কোন মন্তব্য না করে বলেন আদালতেই এর জবাব দেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।