কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আইরণ ঝাপূর্ষী গ্রামের আবদুল জলির রাঢ়ীর ছোট ছেলে রাকিব (১৭) সোমবার দিবাগত রাতে আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়।
রাকিবের পিতা আবদুল জলিল জানান, রাতে খাবার শেষে বাড়ীর সবাই ঘুমিয়ে যাই, রাকিব টিভি দেখতেছিল। গভীর রাতে টিভির শব্দে ঘুম ভাঙলে রাকিবকে ডাক দেই কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে উঠে দেখি ঘরের দরজা খোলা। আমি টর্চ মেরে দেখি ঘরের সামনের পেয়ারা গাছে তার মরদেহ ঝুলছে।
রাকিব ক্যাবল টিভির ব্যবসা করতো।
এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।