মোল্লাহাটে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, হামদ-নাত, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হযেছে। বেসরকারী প্রতিষ্ঠান নবলোক পরিষদের আয়োজনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম, সোহেল রানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, বিশেষ অতিথি ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা শুশান্ত কুমার মহন্ত, নবলোক পরিষদের এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন ও শাখা ম্যানেজার মোঃ জামাত আলী।