মোল্লাহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৯ সফলের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক এ্যাডভোকেসি সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসানের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কমরুন্নেছা, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মোঃ মশিউর রহমান মিয়া, শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার বিশ্বাস ও স্বাস্থ্য সহকারী হাসান প্রমূখ।