বরিশালের উজিরপুর মডেল থানায় বৃদ্ধার গায়ে সিগারেটের আগুন চেপে ধরে পুড়িয়ে দেয়ার ও মার ধরে ঘটনার অভিযেগে পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামকে রোববার ক্লস করা হলেও কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল বহাল তরিয়তে। ওসি বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে জন্য রোবার অবারও হুমকি দিয়ে আসছে বৃদ্ধা নারী রাশিদা বেগমকে এমন অভিযোগ পাওয়া গেছে ওসি বিরুদ্ধে। এ ঘটনায় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটনা তদন্ত করছেন।
নির্যাতিতা রাশিদা বেগম সোমবার জানিয়েছেন, ওসি নিজে এবং তার লোকজন অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য আমাকে (রাশিদা বেগম) হুমকি দিতেছে। আমাকে মোটা অংকের টাকা প্রস্থাব দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, ওসি বহাল থাকলে তদন্তে প্রভাব খাটারেন, তদন্ত সঠিক হবে না বলে রাশিদার দাবী।
নাম প্রকাশে অনিচ্ছুকসরর্থে একাধিক ব্যক্তিবলেন, ওসি শিশির কুমার পাল বহাল তরিয়তে থাকায় তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী কেউ ভয়ে মুখ খুলছে না। ওসি শিশির কুমার পাল উজিরপুর থানায় যোগদারেন পর থেকে আইন-শৃংখলা পরিস্থিথি অবনতি হয়েছে।
এব্যপারে উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল এর কাছে জানতে চাইলে, তিনি বলে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।
এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম) এ প্রসঙ্গে বলেন, কনস্টেবল জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে। পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মৃত্যু মাঃ মঈন উদ্দিন মাতবর পুলিশের একজন সহকারী উপ-পরিদশর্কের (এএসআই) স্ত্রী রাশিদা বেগম নামে এক বৃদ্ধাকে (১১ সেপ্টম্বর) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল মাধর করেন। থানার কনস্টেবল জাহিদুল ইসলাম বৃদ্ধার গায়ে সিগারেটের আগুন চেপে ধরে পুড়িয়ে দেয়।