বরিশালের আগৈলঝাড়ায় সরকারে সহযোগিতার পাশাপাশি সাধারণ কৃষকদের উদ্যেগে পরিত্যাক্ত জলাবদ্ধ এলাকায় কচুরিপানা দিয়ে তৈরি পানিতে ভাষমান বেড বা ধাপে সবজির, মসলা চাষ ও চাড়া উৎপাদন জনপ্রিয় হয়ে উঠছে। এলাকায় সবজির চাহিদা মিটিয়ে স্বল্প সময়ে এই প্রকল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ থাকায় এলাকার চাষীদের উৎসাহ বেড়ে চাষের সম্প্রসারণ করা হচ্ছে উপজেলা বিভিন্ন স্থানে। ভাষমান বেডে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন আগৈলঝাড়া উপজেলার ৫ শতাধিক কৃষক।
স্থানীয় ও উপজেলা কৃষি সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, বর্ষা মৌসুমে উপজেলার বেশীরভাগ জমিতে পানি নিস্কাশনের সু-ব্যবস্থা না থাকায় বছরের ছয় মাস এ অঞ্চলের জমিতে পানি জমা থাকে। এলাকার দরিদ্র জনগোষ্ঠির এই জলাবদ্ধতা পরিত্যাক্ত জমিকে কাজে লাগিয়ে ফসল ফলিয়ে কাঁচা সাক, সবজি ও মসলার চাহিদা মিটেয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রকরাহছেয়ে। সরকার চাষিদের আত্মকর্মসংস্থান ও পরিবারে আয়ের সুযোগ করে দিতে ২০১৩ সালে থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধিনে জলবায়ু পরিবর্তন ট্রাষ্টের অর্থায়নে “বন্যা ও জলাবদ্ধ প্রবন এলাকায় জলবায়ু পরিবর্তন অতিযোজন কৌশল হিসেবে ভাষমান সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” গ্রহণ করেন। আগৈলঝাড়া কৃষি অফিস ওই প্রকল্পের আওতায় উপজেলা রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামে কয়েকটি প্রর্দশণি করা হয়েছে। সরকারী সহায়তা পাবার পরে চাষিদের বেডে সবজি ও মসলা চাষে আগ্রহ বেড়েছে। উপজেলার প্রায় ৫শ হেক্টর বেড’ এ সবজি ও মসলা চাষের লমাত্রায় নির্ধারন করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার বাসাই গ্রামের চাষি এনামুল শিকদার, ওবায়দুল মোল্লা, সামচুল হক সরদার বলেন, আগৈলঝাড়া কৃষি অফিস আমাদের বিজ, নেট, কিটনাষক, ইদুঁর মারাকলসহ বেড তৈরির জন্য টাকা দিয়েছে। কচুরিপানাই ধাপ হয়। প্রতিটি ধাপেই পর্যাপ্ত জৈবসারের কারণে সবজির চারাগুলো অত্যন্ত উরভর হয়। প্রত্যেকটি ভাষমান ধাপে চার বার চারা উৎপাদন করা যায়। প্রথমবার একমাস পরিচর্যার পর চারাগুলো বিক্রি করলেও পরবর্তীতে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুনরায় চারা বিক্রি করা যায়। সবজির চারাগুলো গ্রাম থেকেই পাইকাররা এসে মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, স্বরূপকাঠি, মাগুরাসহ স্থানীয় হাটবাজারের বিক্রি করা হয়। সবজি বোনা হয় লালশাক, পুঁইশাক, ডাটা, মরিচ, করলা, ঢেঁড়শ, শশা, মিষ্টি কুমড়া, লাউ, আলু, বেগুন, করলা, বরবটি, সিম, পেঁপে, লাউ, কুমড়া, মরিচ,আদা, হলুদ, অন্যতম চারা উৎপাদন করা হয়।
বর্তমানে উপজেলার দক্ষিণ নাঘিরপাড়, চাঁদত্রিশিরা, বাগধা, সাতলা,জল্লা,ডুমুরিয়া, রামশীল, সবজি ও চারা চাষের ব্যবসাকে বেছে নিয়েছেন অত্যন্ত জিনপ্রিয় পেশা হিসেবে কৃষকরা।
চাষী এনামুল শিকদার, ওবায়দুল মোল্লা, সামচুল হক সরদার আরো বলেন, বর্ষা মৌসুমে আমাদের কাজ থাকে না। তাই আমরা ভাষমান ফসল চাষকে বেছেনিয়েছি। আমরা ভাষমাস সবজি চাষ করে ছেলে-মেয়েদের স্কুল-কলেজে লেখা-পড়া শিখিয়ে পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। প্রতিবছর পরিবারের খরচ মিটিয়ে ১ থেকে ২ লাখ টাকার সঞ্চয় থাকে আমাদের।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন জানান, ধাপের উপর সবজি চাষীদের প্রশিক্ষণ দেয়ার পর তাদের বিনা মূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরন দেয়া হয়। উপজেলার বাসাইলে চাষীদের এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা সবাই বেডে সবজি, মসলা ও চারা উৎপাদন করে এখন স্বাবলম্বি হয়েছে।
এব্যাপারে কৃষি অধিদপ্তর বরিশাল অতিরিক্ত উপ-পরিচালক রাসেদ হাসানাত রচি বলে, এভাবে ভাষমার সবজি চাষ হলে দেশের সবজির ঘারতি থাকবে না। আমি আগৈলঝাড়ার বাসাইলে প্রর্দশণী ঘুরে দেখেছি অনেক সুন্দর। আমরা তিনজন কৃষকে পুরষ্কার দিয়েছি।