দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান বড় মাঠে জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ৪৮-তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বালিকাদের কাবাডি ও সাঁতারে চিরিরবন্দর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৬ সেপ্টেম্বরর বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি মো. সানিউল ফেরদৌস।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রধান, শংকরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
খেলায় বালিকা কাবাডি ও সাঁতারে চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়, বালক কাবাডিতে সদর উপজেলার দিনাজপুর উচ্চ বিদ্যালয়, বালিকা ফুটবলে সদর উপজেলার ঈদগাহ বস্তি বালিকা উচ্চ বিদ্যালয়, বালক ফুটবলে নবাবগঞ্জ উপজেলা, বালিকা হ্যান্ডবলে ফুলবাড়ি উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।