ইন্দুরকানী জাতীয় পার্টি (জেপি) কর্মী সভা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টি ( জেপি) উদ্যোগে উপজেলা জেপি কার্যালয় এ কর্মী সভা করা হয়। উপজেলা জাতীয় পার্টি ( জেপি ) সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার এর সভাপত্বিতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ( জেপি) সাধারন সম্পাদক শাহীন হাওলাদার,জাতীয় পার্টি ( জেপি) নেতা কায়ছার আহমেদ দুলাল,পাড়েরহাট ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল,সাবেক চেয়ারম্যান শাহআলম হাওলদার, মোশারেফ হোসেন,মিজানুর রহমান হাওলাদার,মাহমুদ সেলিম,হারুন অর রশিদ পান্না,সুলতানা রাজিয়া রানী, রাজিয়া বেগম,আমেনা বেগম, মনিরুজ্জামান রানা,এনামুল কবির হাওলাদার প্রমুখ।