পিরোজপুরের ইন্দুরকানীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নবনিয্ক্তু ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ তাঁর কার্যালয়ে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি এইচ,এম ফারুক হোসাইন ইনকিলাব সংবাদদাতা মোঃ মনিরুজ্জামান খান,মানবকন্ঠ সংবাদদাতা মোঃ শাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ আল আমিন হোসেন, মোঃ শাকিল খান, মোঃ মারুফুল ইসলাম মোঃ শাহাদৎ হোসেন, কে এম শামীম রেজা,আরিফ হোসেন সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, আমি আপনাদের সবার সাথে মিলে মিশে কাজ করতে চাই। সরকারি নীতিমালা মেনে সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করছি। বৈধ যে কোন কাজ করতে আমার দরজা সবার জন্য খোলা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যার কথা জানেন এবং সমাধানের চেষ্টা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।