জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর-উলিয়া বাজার সড়কের ডেবরাইপ্যাচ ব্রিজের এ্যাপোচ ধ্বসে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পথচারীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, অতি সম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ইসলামপুর-উলিয়া বাজার হয়ে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার রোডে জিসিআর পাকা রাস্তার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ ব্রিজের দক্ষিণ পাশের এ্যাপোচ মারাক্তক ভাবে ধ্বসে যায়। বন্যার পরবর্তি ওই ব্রিজের এ্যাপোচ মেরামত করতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। এলাকাবাসিরা জানায় ওই টাকা নিয়ে কিছু বালির বস্তা ডাম্পিং করা হলেও নিম্নমানের কাজ করায় আবারও ব্রিজের এ্যাপোচ দেবে বর্তমানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে উপজেলা সদরের সাথে অন্য কোন বিকল্প রাস্তা না থাকায় এলাকার লোকজনসহ পথচারীদের যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এব্যাপারে চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা সদরের সাথে একমাত্র পাকা সড়কটি ব্রিজের এ্যাপোচ দেবে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যাত্তর ধ্বসে যাওয়া ব্রিজের এ্যাপোচ মেরামতের জন্য উপজেলা পরিষদের বরাদ্দকৃত দুই লাখ টাকার কাজ নিন্মমানের করা হয়েছে কি’ না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,কাজ নিন্মমানের করা হয়নি। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়া পুনরায় এ্যাপোচ ধ্বসে গেছে বলে জানিয়েছেন।
অপর দিকে উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্রিজের এ্যাপোচ মেরামত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।