সিরাজদিখানে খালে-বিলে ভেসাল! দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। দেখার কেউ নেই। মাছ ধরার এই ভেসাল নিষিদ্ধ থাকলেও অহরহ চোখে পরে উপজেলার বিভিন্ন এলাকায়। সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। প্রতি বছরের নেয় এবারও মৎস্য অধিদপ্তর থেকে উপজেলার কয়েকটি পয়েন্ট থেকে রুই-কাতল-মৃগেল এর পোনা উন্মুক্ত জলাশয়ে ছাড়া হয়েছে। কিন্তু এর ফল কিছুই হয় না। এক শ্রেণির মৎস্যজীবী খাল-বিলে মাছের অবাধ চলাফেরার রা¯তায় ভেসাল দিয়ে ধরে ফেলছে এই পোনা মাছ গুলো। পোনা গুলো বড় হওয়ার সুযোগ দিচ্ছে না তারা। উপজেলার শেখরনগর, লতব্দি, মালখানগর, জৈনসার, মধ্যপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে ধরছে মাছ। কোন নিষেধাজ্ঞা মানছে না তারা।
মধ্যপাড়ার জুয়েল, রামানন্দের আসলাম, গয়াতলার জয়নাল, মালখানগরের মনির হোসেন, কাকালদী গ্রামের রিপন মিয়া, আরমহলের মোস্তফাসহ অনেকে জানান, দেশীয় প্রজাতির নানা প্রকার মাছ একসময় পেতাম। এখন নদী-খাল-বিলে আর আগের মত মাছ পাওয়া যায় না। আগে উন্মুক্ত জলাশয়ে, কৈ, শিং, মাগুর, ছোট পুটি,সরপুটি, টেংড়া, বৈচা, খোলসে, টাকি, মলা, ঢেলা, বুজুরি, চান্দা, তপসি, বাতাসিসহ কত রকমের মাছ পাওয়া যেত। আগামি প্রজন্মকে ছবি দেখিয়ে বলতে হবে এগুলো এক সময়ের এদেশের মাছ ছিল। আগে নদী-খাল-পুকুরে বড় মাছের মধ্যে আইড়, রুই-কাতল-মৃগেল, কালিবাউস, পাংগাস, শোল, বোয়াল, গজার পাওয়া যেত। কত সুস্বাদু ছিল। এখন চাষ ছারা পাওয়াই না। কোন সময় কোন নদীতে পাওয়া গেলে তাও যেন সোনার হরিণ। এত যে দাম আমাদের মত সাধারণ লোকের পক্ষে কেনা সম্ভব না। কতৃপক্ষ একটু খেয়াল করলে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে কিছুটা হলেও কার্যকর হবে।
এ বিষয়ে লতব্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন বলেন, আমার ইউনিয়নে ভেসাল ছিল অনেক। অনেককে বলে কয়ে উঠিয়ে দিয়েছি। কিন্তু এখনো নাই বলবনা। প্রভাবশালী কেউ লোকদিয়ে ভেসালে মাছ ধরাচ্ছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিৎ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ও সহকারি মৎস্য কর্মকর্তা যুধষ্ঠির রঞ্জন পাল প্রতিবেদককে জানান, তাদের লোকবল কম, ৭ জনের স্থলে দুইজন। এত বড় উপজেলায় সব কিছু দেখাটা সম্ভব হয়ে উঠে না। তবুও আমরা থেমে নেই। ভেসালের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। আগামি সপ্তাহে তিনি সময় দিবেন। কিছু অঞ্চল আছে, যারা মাছ ধরছেন তাদের বাধা দিতে গেলে সমস্যা হতে পারে। সাথে পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত করার পরিকল্পনা আছে।