বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিল বাংলার দামাল ছেলেরা। কোন কোন পরিবারের বাবা-মা তাদের আটকে রাখতে পারেনি। দেশে ও ভারতে ট্রেনিং আবার অনেকে ট্রেনিং করার সময়ও পাননি। হানাদার পাক-বাহিনীর সাথে চালিছেন সম্মুখ যুদ্ধসহ নানা কৌঁসুলি যুদ্ধ। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর স্বাধীনতা পেয়েছি আমরা। পেয়েছি লাল সবুজের পতাকা, স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ১২ মুক্তিযোদ্ধার নাম আজো গেজেটভুক্ত হয়নি।
উপজেলার রাজানগর একটি ঐতিহাসিক ইউনিয়ন। ৭১ এ পাক হানাদার বাহিনীর সাথে রাজানগরের যুদ্ধ ও শেখর নগরের যুদ্ধ আজও এ জেলার মানুষ স্মরণ করে। রাজানগর ইউনিয়নের অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেউ ভারতে আবার অনেকে দেশে ট্রেনিং করেছেন। রাজানগর ইউনিয়নের ১৫ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত হলেও আজও ১২ জনের নাম গেজেটভুক্ত হয়নি। তাদের অনেকের পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা আজাহার আলীর পরিবার। আজাহার আলী দীর্ঘদিন অসুস্থ থাকায় যাচাই-বাছাইতে অংশগ্রহণ করতে না পারায় তার নাম গেজেটভুক্ত হয়নি। গত ২০১৭ সালের ২৭ আগস্ট আজাহার আলী চৌধুরী পরলোক গমন করেন। তার স্ত্রী ও ছেলে প্রয়োজনীয় কাগজপত্রাদি গেজেটে অর্ন্তভুক্তি করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে জমা করেছেন ১৫ সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সুপারিশ নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে ১৬ সালের অক্টোবরে জমা করেছেন। সর্বশেষ সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা যাচাই বাছাই কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও যোগাযোগ করেছেন তারা।
মরহুম মুক্তিযোদ্ধা আজাহার আলী চৌধূরীর ছেলে আনিছুর রহমান চৌধুরী রাশেদ
আমাদের প্রতিবেদককে জানান, তার বাবা ও মা মুক্তিযোদ্ধা তপ্তরেও গিয়েছিলেন। ৪৮ বছরেও তার বাবার নাম গেজেট ভুক্ত না হওয়ায় প্রধানমন্ত্রীর নিকট গেজেট ভুক্তির জন্য আকুল আবেদন জানিয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কমকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে তার বাবার প্রাপ্য সন্মানটুকু অন্ততঃ ফিরেপান।
মরহুম মুক্তিযোদ্ধা আজাহার আলী চৌধূরীর স্ত্রী বেগম রোকেয়া তিনি কান্না জরিত কন্ঠে বলেন আর কতদিন অপেক্ষা করব, মন্ত্রীর কাছে গিয়েছি, এমপির কাছে গিয়েছি। যত তারাতারি সম্ভব গেজেটভুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
রাজানগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ইমান আলী জানান, আজাহার আলীসহ আরো অনেকে ভারতে ট্রেনিং করেছেন। দেশে এসে যুদ্ধ করেছেন। অনেকে গেজেটভুক্ত হয়েছেন। আবার ১০/১২ জনের নাম এখনো গেজেটবুক্ত হয় নাই বলে তিনি জানান। বতৃমানে এমন অনেক পরিবার অসুবিধায় আছেন। তাদের গেজেট ভুক্ত করে, ভাতার ব্যবস্থা করার দাবীও তিনি জানান।
রাজানগর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা এস এম কবীর হোসেন বলেন, আজাহার আলীসহ ২৪ জন ভারতে ট্রেনিং করেছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ হানাদার মুক্ত করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন। কিন্তু আজো অনেকে প্রাপ্য সন্মান পাচ্ছেন না। এদের মধ্যে অনেকে আজ দুনিয়াতে নেই। তাদের পরিবার অসহায় অবস্থায় দিন কাটোচ্ছ।
সিরাজদিখান উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল মতিন হাওলাদার জানান, আমার জানামতে আজাহার আলী একজন মুক্তিযোদ্ধা। তবে সময় মত তারা যোগাযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় বাদ রয়েছে। অনেক আবেদন জমা পরে আছে তাদের নতুন করে যাচাই বাচাই হবে।
যুদ্ধকালীন ২ থানা (শ্রীনগর-সিরাজদিখান) কমান্ডার আলী আহমেদ বাচ্চু জানান সৈয়দপুর ও ফুরহারে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে রাজানগরের অনেকেই অংশগ্রহণ করেছিল। সকলের নাম মনে নেই। শতাধিক মুক্তিযোদ্ধা ঐ যুদ্ধে আমাদের সাথে ছিল।