বাগেরহাটের চিতলমারীতে ১৩ বছরের শিশু ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী মোহম (৫০) কে আসামি করে বাগেরহাট বিজ্ঞ নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ২০০০/সংশোধিত ০৩ এর৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু হয়েছে। ১৬ সেপ্টেম্বর শিশুটির মা,বাদী হয়ে মামলাটি রুজু করেন।
বিজ্ঞ আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। মোহাম্মদ আলী ওরফে মোহম স্থানীয় একটি স্বনাম ধন্য প্রতিষ্ঠানের দারোয়ান বলে জানা গেছে।
মামলায় উল্লিখিত অভিযোগে জানা গেছে উপজেলার পাশ্ববত্তী গ্রামের মোহাম্মদ আলী মোহম নামের ওই আসামি গত ৩১ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টায় বাদী বাড়ীতে না থাকার সুবাদে তার বাড়ীতে যান।এসময় (ভিকটিম) তা মেয়ের নাম ধরে ডাকার পর তার মা’ কোথায় জানতে চান।এসময় মা বাড়ীনেই বলে তাকে শিশুটি জানিয়ে দিলে আসামি মোহম শিশুটিকে ডাক দিয়ে কাছে নেয়।
এবং তাকে একা পেয়ে মুখ চেপে ধরে প্রতিবেশীর একটি বাথরুমের দরজা বন্ধকরে ধর্ষণের ইচ্ছায় বিবস্ত্র করে ও হীন লালসা মেটাতে শিশুটির গোপনাঙ্গে,বুকে ক্ষতও রক্তাক্ত জখম করে। এ সময় তার চেচামেচির আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা বাথরুমের দরজা ধাক্কাদিতে থাকে একপর্যায়ে আসামি তাদের সামনে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।এবং ভিকটিমকে বিবস্ত্রও রক্তাক্ত অবস্থায় সাক্ষীরা উদ্ধার করে।
শিশুর মা, বাদীনি বাড়ী এসে প্রতিবেশীর কাছে বিষয় সম্পর্কে জেনে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেন।
এসংক্রান্তে মামলা দিতে গেলে বাদীনীকে একটি পক্ষ মিমাংশার আশ্বাস দিয়ে কাল বিলম্ব করে। অবশেষে আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত তা পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন বলে জানা গেছে।